জাতীয়

‘হাসপাতালে না গিয়ে হটলাইনে ফোন করুন’

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে বা অসুস্থ হয়ে পড়লে আগেই হাসপাতালে না গিয়ে হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইনে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘প্রয়োজন হলে আইইডিসিআরের টিম গিয়ে নমুনা সংগ্রহ করবে।’

সোমবার (২৯ মার্চ) অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ পরামর্শ দেওয়া হয়।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘কেউ অসুস্থ হলে হাসপাতালে না গিয়ে হটলাইনের মাধ্যমে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া, ইমেইল ও ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’

দেশে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চারজন। এরমধ্যে একজনের বয়স ৮০ বছর। এর আগে সুস্থ হয়েছিলেন ১৫ জন।’

 

ঢাকা/সাওন/ইভা