জাতীয়

করোনামুক্ত হলেন ৭০ বছর বয়সী এক ব‌্যক্তি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বয়স্কদের মৃত্যুঝুঁকি বেশি থাকলেও বাংলাদেশে ৭০ বছর বয়সী একজন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।  এর আগে ৮০ বছর বয়সী এক ব‌্যক্তিও করোনামুক্ত হন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে দেশে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে বক্তব‌্য রাখেন ফ্লোরা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে একজনের বয়স ৭০ বছর। সুস্থ হওয়া ছয়জনের চারজনের বয়স ৩০ বছর। করোনায় আক্রান্ত হওয়া একজন নার্স সুস্থ হয়ে উঠেছেন, যার বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে।

ফ্লোরা আরও বলেন, এখন পর্যন্ত এক হাজার ৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা নেওয়া হয়, সেখান থেকে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আইইডিসিআর পরিচালক বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শে করোনাভাইরাসের পরীক্ষা আমরা বাড়িয়েছি। সন্দেহ হলেই প্রত্যেকের পরীক্ষা করতে চাই। ঢাকা/নূর/জেডআর