জাতীয়

করোনা মোকাবিলায় একযোগে কাজ করবে ইউএনডিপি-ইউসিইএল

করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেড (ইউইসিএল) একটি সমঝোতা স্মারক সই করেছে। এর মাধ্যমে দুটি সংস্থা একযোগে কাজ করবে।

বুধবার (০১ এপ্রিল) ইউএনডিপি’র ঢাকা অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইউএনডিপি জানায়, বাংলাদেশের ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি ও ইউসিইএলের ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশীদ ঢাকা অফিসে এ সমঝোতা স্মারক সই করেন।

এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, কোভিড-১৯ মোকাবিলায় আমরা একযোগে একে অপরের সঙ্গে কাজ করবো। এ ভাইরাস প্রতিরোধে দুই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, কোভিড-১৯ এর ফলে চাকরি হারানো, আয়, অক্ষমতা, অত্যাবশ্যকীয় সেবা এমনকি সাধারণ সেবা পেতেও ঝুঁকি তৈরি হয়েছে।  সে কারণে আমরা একে অপরের সঙ্গে কাজ করতে আগ্রহী।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ইউএনডিপি ও ইউইসিএল এ সমঝোতা স্মারক অনুযায়ী জাতীয় দুর্যোগ ও জলবায়ু বিপর্যয় রোধে প্রান্তিক জনগণের মধ্যে জরুরি সেবা পৌঁছে দেবে। ঢাকা/হাসান/জেডআর