জাতীয়

করোনা প্রতিরোধে কাজ করছে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট

করোনাভাইরাস থেকে দেশের জনগণকে রক্ষা ও সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই রেজিমেন্টের উদ্যোগে বুধবার (০১ এপ্রিল) খুলনার প্রায় ১০০ নিম্মআয়ের মানুষের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, তেল, লবণ ও আলু বিতরণ করা হয়।

এছাড়াও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে শহরের ব্যস্ততম পাঁচটি স্থান কোট বিল্ডিং, পোস্ট অফিসের সামনে, নিউমার্কেট কাঁচাবাজার, শিববাড়ী মোড়, সন্ধ্যা বাজার ও রূপসা ঘাটে হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন ও শহরের বিভিন্ন স্থানে করোনাভাইরাস নিয়ে সতর্কতামূলক ব্যানার স্থাপন করা হয়েছে।

সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন ২১টি জেলার বিএনসিসির প্লাটুন পর্যায়েও বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজ খুলনা সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে বিএনসিসির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানান। 

 

ঢাকা/হাসান/জেডআর