জাতীয়

নতুন আক্রান্তের ৩ জন আইইডিসিআরের বাইরে ল্যাবে শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়া পাঁচজনের মধ্যে তিনজন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সসটিটিউটের ল্যাবরেটরির বাইরে শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। 

শুক্রবার (৩ এপ্রিল) করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্সে রুমে অনলাইন প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানের মহাপরিচালক আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিয়েছে। এজন্য সারা দেশে ল্যাব সম্প্রসারণ করছি। এরমধ্যে ঢাকায় নয়টি পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব ও ঢাকার বাইরে আরো পাঁচটি ল্যাব সম্প্রসারণ করা হয়েছে।

এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে সব বিভাগীয় শহরে ল্যাব স্থাপন হয়ে যাবে। আর মাস শেষ হওয়ার আগে সারা দেশে সর্বমোট ২৮টি পিসিআর ল্যাব বসানো হবে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আইইডিসিআরে ১২৬টি এবং অন্যান্য হাসপাতাল ও ঢাকার বাইরে ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত ৬১। এ পর্যন্ত ভাইরাসে সংক্রমিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

 

ঢাকা/নূর/জেনিস