জাতীয়

পোশাককর্মীরা ঢাকায় ফেরায় করোনার ঝুঁকি বাড়বে: সাঈদ খোকন

গার্মেন্টস শ্রমিকরা রাজধানীতে ফিরে আসায় নগরে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর নগর ভবনে নিম্ন মধ্যবিত্তদের জন্য খাবার পৌঁছে দেওয়ার একটি কার্যক্রমের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে লাখ লাখ গার্মেন্টসকর্মী শহরে প্রবেশ করছে। এর ফলে করোনা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হবে বলে বহু নাগরিক আমাকে ফোন করে জানিয়েছেন। ’

এ পরিপ্রেক্ষিতে গার্মেন্টস বন্ধ রাখার বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাণিজ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান মেয়র।

দুদিন ধরে হটলাইনে নিম্নবিত্ত পরিবারগুলো পক্ষ থেকে খাবার সরবরাহের অনুরোধ আসতে থাকায় আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলো। ৬১১ জনের বাসায় খাবার পৌঁছে দেওয়া হয় প্রথমদিন। লোকলজ্জার ভয়ে যারা লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহে অস্বস্তিবোধ করছেন, তাদের জন্য সীমিত পরিসরে এ ব্যবস্থা গ্রহণ করেছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ডিএসসিসির হটলাইন নম্বর হলো:

০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪

 

ঢাকা/ আসাদ/সাজেদ