জাতীয়

‘কারখানা বন্ধের এখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেই’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কারখানা বন্ধ বা খোলা রাখার এখতিয়ার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু করার নেই।

রোববার (৫ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে লাইভ অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পোশাক শ্রমিকরা ঢাকায় আসায় করোনা সংক্রমণের শঙ্কা বেড়ে গেল কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জ্বি। অবশ্যই শঙ্কা বাড়িয়ে দেয়। এজন্য বিজিএমইএ এবং বিকেএমইএ অলরেডি নির্দেশনা দিয়েছে। ওনারা ফ্যাক্টরি এখন বন্ধ রাখবেন এবং শ্রমিকদের যা বেতন আসে তা দেবেন। আশা করি, আগামীতে এ ধরনের পরিস্থিতি হবে না। এ ধরনের পরিস্থিতি হলে সংক্রমণ অবশ্যই বেড়ে যাবে।’

এই দায় কি বিজিএমইএ ও বিকেএমইএ এড়াতে পারে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিজিএমেএ ও বিকেএমইএ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নয়। তাই তারা আমাদের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে নাই। এই জিনিসটি সঠিক হয়নি, এটা আমি মনে করি।’

এ ব্যাপারে জাতীয় কমিটি কী ধরনের ভূমিকা রেখেছে, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীয় কমিটি ভূমিকা রেখেছে বলেই আজকে বন্ধ হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারখানা বন্ধ রাখা বা খোলা রাখা বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে, স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু করতে পারবে না।

তাহলে জাতীয় কমিটির কাজ কী? এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় কমিটির কাজ যেটা দেখতেছেন সেটা। আমরা স্বাস্থ্যসেবার ব্যবস্থা করছি, কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছি। টেস্টিং করছি। আমরা স্বাস্থ্যবিষয়ক কাজ বেশি করে থাকি। অন্যান্য বিষয়—লকডাউন করা, গাড়ি না চলা, এগুলো তো অন্যান্য মন্ত্রণালয়ের যারা আছেন এই কমিটিতে আছেন, এসব তাদের দায়িত্ব’। ঢাকা/সাওন/রফিক