জাতীয়

সংসদ অধিবেশন শুরু ১৮ এপ্রিল

একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন আগামী ১৮ এপ্রিল (শনিবার) বিকেল ৫টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সোমবার (০৬ এপ্রিল) এ অধিবেশন আহবান করেছেন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।    একাদশ সংসদের সবশেষ অধিবেশন শেষ হয়েছিল গত ১৮ ফেব্রুয়ারি।  সেই হিসেবে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সপ্তম সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে।    

ঢাকা/আসাদ/জেডআর