জাতীয়

করোনাভাইরাস সেবায় সংশ্লিষ্টদের জন্য বিশেষ প্রণোদনা

করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে যারা কাজ করেছেন তাদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গণভবন থেকে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সূচনা বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এর মধ্যে যারা চিকিৎসা না দিয়ে পালিয়ে গেছেন তাদের জন্য এ প্রণোদনা না। তারা যদি এখন চিকিৎসায় ফিরতে চায় তাহলে বিনা শর্তে কাজ করতে হবে। কোনো শর্ত গ্রহণ করা হবে না। এরপর চিন্তা করা হবে তাদের কী সুবিধা দেওয়া হবে।

এসময় প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুক্ষার নীতিমালাগুলো যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন। ঢাকা/এসএম