জাতীয়

সব সেবা বন্ধ করল সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন

করোনাভাইরাসের কারণে সিঙ্গাপুরে আগামী এক মাসের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সব সেবা বন্ধ ঘোষণা করেছে। আজ থেকে ৪ মে পর্যন্ত এটি কার্যকর থাকবে।

সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস বিস্তারের কারণে সিঙ্গাপুর সরকারের নির্দেশনায় ৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত  হাইকমিশনে পাসপোর্ট ও ভিসা, কনস্যুলার ও শ্রম কল্যাণসহ সব প্রকার সেবা বন্ধ থাকবে।

তবে হাইকমিশন বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে হাইকমিশন অফিসে হটলাইন নম্বরে (৬৬৬১০২৯৮, ৬৬৬১০২৭৯, ৬৬১০২৭০, ৬৬৬১০২৮৪, ৬৬৬১০২৯১) যোগাযোগ করা যাবে।

 

ঢাকা/হাসান/ইভা