জাতীয়

করোনায় আরও ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।

মারা যাওয়ার পাশাপাশি একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন আরও ৫৪ জন। যার মাধ‌্যমে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দুইশ ১৮ জনে দাঁড়িয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ‌্য জানান। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. সানিয়া তহমিনা।

গত ২৪ ঘণ্টার বিস্তারিত তুলে ধরে বিফ্রিংয়ে ফ্লোরা বলেন, নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে ঢাকার ৩৯ জন, বাকিরা দেশের বিভিন্ন এলাকার।

এর আগে মঙ্গলবার (০৭ এপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ে পূর্ববর্তী ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি ‍তুলে ধরে  আইইডিসিআর পরিচালক বলেন, এ সময়ে দেশে নতুন করে ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও পাঁচ জন।

প্রসঙ্গত, জনস হপকিন্স ইউনিভার্সিটির সবশেষ (০৮ এপ্রিল) তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনায় মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৩ জন।  তাদের তথ্য বলছে, এখন পর্যন্ত  বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭ জন।  আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৬৭ জন।

   

সাওন/সাইফ