জাতীয়

ঢাকায় পুলিশ সদস্যের মৃত্যু

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।  বুধবার রাতে তার মৃত্যু হয়।

জানা গেছে, ওই পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা—তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছিল।  তবে ফল জানার আগেই তিনি মারা যান।  মাদারীপুরে কর্মরত ছিলেন তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার ডায়াবেটিক ও কিডনির জটিলতা ছিল।  মঙ্গলবার শিবচরে ডিউটিতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।  তবে নমুনা পরীক্ষার পর তার করোনা নেগেটিভ আসে। মাকসুদ/সাইফ