জাতীয়

আইনজীবীদের জন্য বিশেষ বরাদ্দের দাবি

করোনা দুর্যোগ পরিস্থিতিতে নবীন, বয়স্ক ও অসুস্থ আইনজীবীদের সহযোগিতার জন্য বিশেষ বরাদ্দ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রগতিশীল আইনজীবী ফ্রন্ট।

শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানান কমিটির সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মোল্লা।

তারা বলেন, গত ২৫ মার্চ সরকারি ছুটি ঘোষণার পর থেকে উচ্চ আদালতসহ নিম্নআদালতসমূহ বন্ধ থাকায় এবং করোনা প্রতিরোধে নিজ নিজ বাসায় অবস্থান করায় প্রবীন, নবীন, বয়স্ক ও অসুস্থ আইনজীবীগণ অসহায় হয়ে পড়েছেন। বাসা ভাড়া, বাজার ও দৈনন্দিন খরচসহ ঔষধপত্র কেনা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই নবীন, বয়স্ক ও অসুস্থ আইনজীবীদের সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’

দেশের শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে আগামী ছয় মাসের খাদ্য বিনামূল্যে সরবরাহ করার দাবি জানান আইনজীবী ফ্রন্টের নেতারা ঢাকা/মামুন/সাজেদ