জাতীয়

অবৈধভাবে করোনা টেস্টিং কিট কেনাবেচা, ৩ জনকে দণ্ড

ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া করোনাভাইরাসের টেস্টিং কিট ক্রয়-বিক্রয়ের দায়ে রাজধানীর রাজারবাগ এলাকার শহীদবাগে তিন জনকে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

প্রত্যেককে এক বছর ৯ মাসের কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্সের ২ নম্বর গেটের বিপরীত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এ দণ্ড ও জরিমানা করা হয়। এসময় সেখান থেকে আনুমানিক ৩০০টি করোনা টেস্টিং কিট জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজেস্ট্রট পলাশ কুমার বসু। তিনি বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া করোনাভাইরাসের টেস্টিং কিট ক্রয়-বিক্রয়ের দায়ে ওষুধ আইন অনুযায়ী প্রত্যেককে এক বছর ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে।

 

ঢাকা/নূর/জেডআর