জাতীয়

করোনায় আক্রান্ত খুমেক চিকিৎসক মুগদা হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের এক সহকারী অধ্যাপককে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) খুলনা থেকে বিমান বাহিনীর একটি  হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এর সহকারী পরিচালক মো. নূর ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ এপ্রিল ওই চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়। তাকে খুলনা করোনা হাসপাতালে (ডায়বেটিক হাসপাতাল) রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। সেখানে অবস্থার অবনতি হলে তাকে স্থলপথে ঢাকায় আনার চেষ্টা চলছিল। কিন্তু স্থলপথে ঢাকায় নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে বিমান বাহিনীর একটি এমআই-১৭এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

** ঢাকা/সাওন/ইভা