জাতীয়

‘চাকরির বয়স শিথিল করার সুপরিশ করা হবে’

করোনাভাইরাসের কারণে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদের বয়স শিথিল করার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (২৭ এপ্রিল) তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

করোনা পরিস্থিতিতে সরকারি ছুটির সময়ে যাদের চাকরির বয়স পার হয়ে যাচ্ছে তাদের জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে আমরা এ বিষয়ে  প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করব। তিনি যদি অনুমতি দেন, তবে বয়স শিথিল করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যদি করোনার ছুটির সময়ে কোনো পরীক্ষা হওয়ার কথা থাকে, কোনো বিজ্ঞপ্তি জারির কথা থাকে, এজন্য যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের বিষয়টি বিবেচনার জন্য যদি আইনগত কোনো বাধ্যবাধকতা থাকে, তবে সেই বিষয়ে প্রধানমন্ত্রী বিবেচনা করতে পারেন।’

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।

 

ঢাকা/নঈমুদ্দীন/ইভা