জাতীয়

‘লাগেজ ভ্যান’ ট্রেনের সূচি প্রকাশ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত সাধারণ ছুটির মধ্যেই শস্য বাজারজাতকরণের লক্ষ্যে শুক্রবার (০১ মে) থেকে চলবে ৩টি বিশেষ ‘লাগেজ ভ্যান’ পার্সেল।  এসব ট্রেনের সময়সূচি প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে লকডাউন অবস্থায় কৃষকের উৎপাদিত পণ্য, শাক-সবজি, খাদ্য ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং খুলনা-ঢাকা-খুলনা রুটে তিনজোড়া পার্সেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।  ১ মে থেকে এটি কার্যকর হবে।

চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চট্টগ্রাম থেকে ছাড়বে প্রতিদিন সকাল ১০টায়, ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে ৮টায়।  ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের ট্রেন‌টি দেওয়ানগঞ্জ থেকে ছাড়বে প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং ঢাকায় পৌঁছাবে রাত ৩টা ১৫ মিনিটে। খুলনা-ঢাকা-খুলনা রুটের ট্রেনটি খুলনা থেকে ছাড়বে বিকেল ৪টা ৪৫ মিনিটে,  ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে ৩টায়।  এ ট্রেনটি সপ্তা‌হের শুক্র, র‌বি ও মঙ্গলবার চলাচল করবে। ঢাকা/ হাসান/জেডআর