জাতীয়

সেলফ আইসোলেশনে এক সংসদ সদস্য

এবার উত্তরবঙ্গের এক সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়ে সেলফ আইসোলেশনে রয়েছেন। সম্প্রতি তিনি তার নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসার পর জ্বরে আক্রান্ত হন।

শুক্রবার (১ মে) তার করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে সংসদ ভবনে সামনে মানিক মিয়া এভিনিউয়ের ৪ নম্বর ভবনে অবস্থান করছেন। ওই ভবনটি লকডাউন করা হয়েছে। তিনি একটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংসদ সূত্র জানায়,  সাবেক এই হুইপ ২৮ এপ্রিল নিজ নির্বাচনী এলাকা থেকে রাজধানীতে আসেন। এরপর তার শরীরে জ্বর দেখা দেয়। এরপর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তার নমুনা পরীক্ষা করার পর পজেটিভ আসে।

এবিষয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, এক সংসদ সদস্য করোনা টেস্টে পজিটিভ এসেছে। তিনি দেশবাসীর দোয়া চেয়েছন।

জানা গেছে, সিনিয়র এ এমপি করােনায় আক্রান্ত হওয়ার পর থেকে পরিবারের অন্যান্য সদস্য থেকে নিজেকে আলাদা করে সেলফ আইসােলেশনে রয়েছেন। তিনি নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে চলছেন। এখন তার শরীরের জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ নেই। সংসদ সচিবালয়ের সেখানে বসবাসরত অন্যান্য ফ্ল্যাটেও বাইরের মানুষ আসা যাওয়া বন্ধ ঘােষণা করা হয়েছে। ঢাকা/আসাদ/এসএম