জাতীয়

মিশরের নতুন রাষ্ট্রদূত মনিরুল ইসলাম

মিশরে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে মো. মনিরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (০৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মনিরুল ইসলাম বর্তমানে ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আফ্রিকান ইউনিয়নে স্থায়ী প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। তারও আগে তিনি মরক্কোতে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করছেন।

মনিরুল ইসলাম দশম বিসিএস’র (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি নিউইয়র্কের কনসাল জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মাদ্রিদ, বেইজিং, সিঙ্গাপুর এবং অটোয়ার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) হিসাবেও কাজ করেছেন এই সিনিয়র কূটনীতিক।

মনিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে এমএসএস এবং অস্ট্রেলিয়ার মোনাস বিশ্বিবিদ্যালয় থেকে পররাষ্ট্র বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। ঢাকা/হাসান/জেডআর