জাতীয়

দোকানপাট-শপিংমল বন্ধ করতে হবে ৪টার মধ্যে

স্বাস্থ‌্যবিধি মানাসহ শর্তসাপেক্ষে এবারের ছুটিতে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হলেও বিকেল ৪টার মধ্যে সেগুলো বন্ধ করার নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ৩০ মে (শনিবার) পর্যন্ত সরকারি ছুটি বাড়িয়ে বৃহস্পতিবার (১৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়ের সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় ‍বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে। দোকানপাট এবং শপিংমল আবশ্যিকভাবে বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

করোনাভাইসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় মানুষের প্রাণহানি ঠেকাতে আরেক দফা বাড়ানো হলো সাধারণ ছুটি।  সপ্তম দফায় আগামী ১৭ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি বাড়িয়ে বৃহস্পতিবার (১৪ মে) দুপু‌রে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

 

রাইজিংবিডি/নঈমুদ্দীন/জেডআর