জাতীয়

খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিল্লাল ওরফে চাপাতি বিল্লাল (২৯) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

শুক্রবার (১৫ মে) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৫টার দিকে বিল্লাল ও তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য শেখের জায়গায় অভিযান পরিচালনা করা হয়।  এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে।  আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে।  এতে বিল্লাল গুলিবিদ্ধ হয়।  এসময় তার সহযোগীরা পালিয়ে চলে যায়।

পরে ঘটনাস্থল থেকে বিল্লালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহত বিল্লাল চাঞ্চল্যকর ব্যবসায়ী বিল্লাল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।  তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে বলেও জানান ওসি মশিউর রহমান।

 

ঢাকা/মাকসুদ/জেডআর