জাতীয়

১১ জুন বাজেট পেশ, বিশেষ বৈঠকে থাকবেন ১১ মন্ত্রী

জাতীয় সংসদে আগামী ১১ জুন ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে বাজেট উপলক্ষে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে মাত্র ১১ জন মন্ত্রীকে অংশ নিতে বলা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে ওই বৈঠকে সবাইকে ডাকা হয়নি।

গত ১৪ মে জাতীয় সংসদের উপ-সচিব মনিরা বেগম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সিনিয়র সচিব/সচিব উপস্থিত বৈঠকে উপস্থিত থাকবেন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। 

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এই বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, পররাষ্ট্রী থাকবেন।

২০২০-২১ অর্থবছরের বাজেটের মূল আকার দাঁড়াতে পারে সাড়ে ৫ লাখ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার খসড়া প্রস্তাব ইতোমধ্যেই অনুমোদন করেছে পরিকল্পনা কমিশন। যা চলতি ২০১৯-২০ অর্থবছরের এডিপির তুলনায় ৬ শতাংশ বেশি। উন্নয়ন বরাদ্দের মধ্যে সরকারের নিজস্ব অর্থ ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা এবং বিদেশি সাহায্যের পরিমাণ ধরা হয়েছে ৭০ হাজার ৫০২ কোটি টাকা। আসন্ন বাজেটে করোনার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরায় দাঁড় করানোর কর্মপরিকল্পনার পাশাপাশি অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে মেগা প্রকল্পগুলোতে। 

এ বিষয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের বাজেট অধিবেশন হবে সীমিত পরিসরে। সংসদে প্রবেশের সময় সবার তাপমাত্রা মাপা হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার।’ ঢাকা/আসাদ/রফিক