জাতীয়

ডিএসসিসির দুই কর্মকর্তা চাকরিচ্যুত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

তারা হলেন: উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা (বাজার সার্কেল) মো. ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মে. আছাদুজ্জামান।

ডিএসসিসির মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণের একদিন পরই তাদের চাকরি থেকে অপসারণ করলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (১৭ মে) ডিএসসিসির নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস ও সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়।

এতে বলা বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪ (২) অনুযায়ী জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর স্বার্থ রক্ষায় তাদের চাকরি থেকে অপসারণ করা হলো।  তারা বিধি অনুযায়ী ৯০ দিনের বেতন নগদ প্রাপ্য হবেন।

ডিএসসিসি সূত্র জানিয়েছে, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। ঢাকা/নূর/জেডআর