জাতীয়

‘আম্ফান’ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে।  ইতিমধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিয়েছে।

এ অবস্থায় ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থান ও সরকারের সার্বিক প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলনে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

সচিবালয়ে এই অনলাইন ব্রিফ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার (১৮ মে) একইসময়ে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় আম্ফান উপকূলের দিকে ধেয়ে আসার প্রেক্ষাপটে ৫১ লাখ ৯০ হাজার মানুষের জন্য ১২ হাজার ৭৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

করোনা সংক্রমণের কারণে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। রাইজিংবিডি/নঈমুদ্দীন/জেডআর