জাতীয়

১০৯০ নম্বরে ‘আম্ফান’ সম্পর্কে জানানো যাবে

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ সম্পর্কে জানাতে ১০৯০ নম্বরে যোগাযোগ করতে বলেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।  সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৯ মে) রাতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০৯০ নম্বরে যে কেউ তথ্য দিতে পারবেন, প্রয়োজন অনুযায়ী তাদের সহযোগিতাও করা হবে।  কল করতে কোনো ধরনের অর্থ ব্যয় হবে না।

এদিকে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও খুলনা হয়ে বুধবার (২০ মে) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। ঢাকা/মাকসুদ/জেডআর