জাতীয়

আম্ফান : সেবা পুনরুদ্ধারে সরকারের সহযোগিতা চায় মোবাইল অপারেটররা

শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানার পর সেবা পুনরুদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছে মোবাইল অপারেটরগুলো।

বুধবার (২০ মে) অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকমিউনিকেশন অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম ফরহাদ এক বার্তায় সরকারের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘মোবাইল সেবাদাতা ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের কর্মীরা কোভিড-১৯ সংকটের সময়ে বাংলাদেশের নাগরিকদের জরুরি টেলিকম সেবা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এর মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতের পরেও উপকূলীয় এলাকাগুলোতে যেন মোবাইল সেবা চালু থাকে বা স্বল্প সময়ের মধ্যে পুনরায় তা চালু করা যায় সেজন্য সজাগ ও সতর্ক থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে টেলিযোগাযোগকে জরুরি সেবা বিবেচনা করে সাইক্লোনের সময় ও পরে পুনরায় সেবা চালু করতে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় দরকার, বিশেষ করে বিদ্যুৎ কর্তৃপক্ষের বিশেষ সহযোগিতা প্রয়োজন।’ ঢাকা/ইয়ামিন/রফিক