জাতীয়

কেরানীগঞ্জে হামিদ ফাউন্ডেশনের পিপিই-খাদ্যসামগ্রী বিতরণ

করোনা প্রাদুর্ভাবের মধ্যে কেরানীগঞ্জে ৫০০ ব্যক্তিগত সুরক্ষামূলক পোশাক (পিপিই) এবং দরিদ্র ও কর্মহীন ১০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন হামিদ ফাউন্ডেশনের ট্রাস্টি জারিফ হামিদ।

উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএরও) অমিত দেবনাথ বিতরণের জন্য এসব পিপিই ও খাদ্যসামগ্রী গ্রহণ করেন। শুক্রবার (২২ মে) এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

হামিদ ফাউন্ডেশনের ট্রাস্টি জারিফ হামিদ এসব পণ্যসামগ্রী হস্তান্তরকালে বলেন, ‘কেরানীগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে হামিদ ফাউন্ডেশন কাজ করছে। মানবসম্পদ উন্নয়নেও এ ফাউন্ডেশন আগামীতে কার্যকর অবদান রাখবে।’

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে হামিদ ফাউন্ডেশন কেরানীগঞ্জের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এলাকায় শিক্ষা সহায়তা, মেধাবীদের জন্য শিক্ষা বৃত্তি, ব্যবসা-বাণিজ্যে উদ্যোক্তা সৃজন, খেলাধুলায় পৃষ্ঠপোষকতাসহ উৎসাহব্যাঞ্জক নানাবিধ কাজ করে যাচ্ছে। বিশেষ করে ‘নারীদের সুযোগ দিন’ প্রকল্পের আওতায় সম্ভাবনাময় নারীদের সফল উদ্যোক্তা তৈরির লক্ষ্যে শিক্ষা, অর্থায়ণ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করা হচ্ছে।

 

ঢাকা/হাসান/বুলাকী