জাতীয়

ঈদের দিনে যা খাবেন কারাবন্দিরা

ঈদুল ফিতরে কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। সকালে সেমাইয়ের সঙ্গে মুড়ি, দুপুরে ভাত-মাছ এবং রাতে পোলাও-মাংস ও কোমল পানীয় দেওয়া হবে।

রোববার (২৪ মে) দুপুরে কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল আলম রাইজিংবিডিকে এসব তথ্য জানান।

তিনি বলেন, অন্য ধর্মের লোকদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে, যারা গরুর মাংস খেতে পারবেন না তাদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিশেষ ধরনের সালাদ থাকবে।

এ ব্যবস্থা শুধু কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের নয়, দেশের প্রতিটি কারাগারে নেওয়া হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, বন্দিরা সেল কিংবা ওয়ার্ডে ঈদের নামাজ আদায় করবেন। এরপর তাদের সকালের নাস্তা হিসেবে সেমাই ও মুড়ি দেওয়া হবে। দুপুরে ভাত, মাছ, ডাল ও সবজি দেওয়া হবে। রাতে পোলাওয়ের সঙ্গে গরু, খাসি ও মুরগির মাংস থাকবে। যারা গরুর মাংস খাবেন না তাদেরকে খাসির মাংস দেওয়া হবে। লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হবে না। এগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

জানা গেছে, এবার কারাগারে ঈদ উদযাপন হবে অন্যভাবে। করোনাভাইরাসের কারণে ইতোমধ্যেই কারাগারে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কারাগারে মাঠ বা খোলা জায়গায় ঈদের জামাত না করার সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ।

সারা দেশের কারাগারগুলোতে প্রায় ৭৬ হাজার বন্দি আছে।

 

ঢাকা/মাকসুদ/রফিক