জাতীয়

ঈদে ঘরে থাকার আহ্বান আইজিপির

ঈদের দিন বাইরে ঘোরাঘুরি না করে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

আইজিপি বলেছেন, ‘এবার আমরা এক সংকটময় মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর পালন করছি। আমরা যেন ঈদ ঘরে বসেই উদযাপন করি।’

সোমবার (২৫ মে) পুলিশের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে সারা দেশ স্থবির হয়ে পড়েছে। দেশ সংকট রয়েছে। তাই আমরা পারতপক্ষে বাইরে ঘোরাঘুরি না করে ঘরে বসেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করব।’

করোনার দিন শেষ হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভাইরাসটি সব সময় থাকবে না। এর সমাপ্তি ঘটবে। এ জন্য আমরা নিজেদের সচেতন রাখার চেষ্টা করি। পাশাপাশি অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়। মনে রাখবেন, আপনি নিরাপদ থাকলে আপনার পরিবারও নিরাপদ থাকবে।’

 

ঢাকা/মাকসুদ/ইভা