জাতীয়

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুল ইসলাম বলেন, রাত ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার পর বারিধারা ফায়ার স্টেশন তা নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এছাড়া পাঁচ জন মারা গেছে।

বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম রাইজিংবিডিকে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মূলত হাসপাতালের  বাইরের দিক থেকে আগুনের সূত্রপাত হয়। তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে।

তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি।

ভিডিও :

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কামরুল ইসলাম বলেন, রাত ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার পর বারিধারা ফায়ার স্টেশন তা নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এছাড়া পাঁচ জন মারা গেছে।

Posted by risingbd.com on Wednesday, May 27, 2020

 

মাকসুদ/সাইফ