জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে চলবে বিমান

করোনা মহামারির কারণে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ ছুটি শেষ হলে সীমিত পরিসরে চলবে গণপরিবহন। স্বাস্থবিধি মেনে বিমানও চালানো যাবে।

বুধবার (২৭ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, প্লেন কবে থেকে চলবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আগামীকাল প্রজ্ঞাপন জারি হলে এ বিষয়ে জানা যাবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। ৩০ মে শেষ হচ্ছে সরকারি ছুটি।

করোনা সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়। এরপর ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল, পরে তা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়। চতুর্থ দফায় ১৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পঞ্চম দফা ছুটি বাড়ানো হয় ৫ মে পর্যন্ত। সেটি বাড়িয়ে ১৬ মে, তারপর ১৭ মে থেকে ৩০ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এই ছুটির সঙ্গে দেশের সকল ধরণের গনপরিবহনও বন্ধ রাখা হয়েছিল।

 

ঢাকা/হাসিবুল/রফিক