জাতীয়

দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুন লাগার পর তা দাহ্য পদার্থের কারণে দ্রুত ছড়িয়ে পড়েছে।

বুধবার (২৭ মে) রাত সাড়ে ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের কর্মকর্তা সুদীপ্ত চক্রবর্তী রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘৯ টা ৪৮ মিনিটে এক রোগীর স্বজন ৯৯৯ এ ফোন করে আগুন লাগার খবর দেন। পরে ভাটারা থানা পুলিশ বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানায়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আইসোলেশন ইউনিটে রোগীদের জন্য প্রচুর স্যানিটাইজারসহ অন্যান্য দাহ্য পদার্থ ছিল। এগুলোর কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

আগুনে পুড়ে মারা গেছেন পাঁচ করোনা রোগী। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন—মাহবুবুর রহমান (৫০), মনির হোসেন (৭৫), রিয়াজুল ইসলাম ও খাদিজা বেগম।

 

ঢাকা/মাকসুদ/রফিক