জাতীয়

কাস্টমস-ভ্যাটের ২১ জন করোনায় আক্রান্ত

মহামারি করোনাভাইরাসে কাস্টমস-ভ্যাটের ২১ কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।

সাধারণ ছুটির মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে তারা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২০ জনই রাজস্ব কর্মকর্তা (আরও) ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও)।  আক্রান্তদের একজন কম্পিউটার অপারেটর।

দুইজন রাজস্ব কর্মকর্তা হাসপাতালে ভর্তি আছেন। বাকি সবাই বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, বেশ কয়েকজন উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে সংশ্লিষ্ট কাস্টম হাউস সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মুসফিকুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘২৮ মে পর্যন্ত ২১ জন আক্রান্ত হয়েছেন। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘সাধারণ ছুটির মধ্যেও দেশের এ দুযোর্গে ফ্রন্টলাইনে থেকে কাস্টমস কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। অনেকেরই লজিস্টিক সাপোর্ট নেই। তাদের আরো সুরক্ষা সামগ্রী প্রয়োজন রয়েছে।’ ঢাকা/এম এ রহমান/ইভা