জাতীয়

করোনায় ঢাকার পরে যেখানে মৃত্যু বেশি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। ঢাকার পরেই চট্টগ্রাম বিভাগে বেশি লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।  

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন।   এ নিয়ে এ পর্যন্ত ৫৫৯ জনের মৃত্যুর হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়েশা আক্তার জানান, ৫৫৯ জনের মধ্যে ঢাকা সিটিতে ১৯৯ জন ও ঢাকা বিভাগে ১৫৯ জন রয়েছে। চট্টগ্রাম বিভাগে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে মারা গেছেন ১৫ জন। রাজশাহীতে পাঁচজন, রংপুরে ১২ জন। খুলনায় আটজন, বরিশাল ১০ জন ও সিলেটে ১৫ মারা গেছেন।

দেশে প্রথম করোনার পরীক্ষা শুরু হয় ২১ জানুয়ারি। প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ । প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ৪০ হাজার ৩২১ জন। ঢাকা/সাওন/ইভা