জাতীয়

করোনা বিষয়ে অনলাইনে আন্তর্জাতিক সিম্পোজিয়াম

করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে অনলাইনে আন্তর্জাতিক সিম্পোজিয়াম আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্ট (বিএসএম) ও ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি এলামনাই অ্যাসোসিয়েশন ( ডুমা)।

শুক্রবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   

সংগঠন দুটির যৌথ আয়োজনে ‘কোভিড-১৯ এর প্রতিরোধ, চিকিৎসা ও ব্যবস্থাপনা’—শীর্ষক এই আন্তর্জাতিক অনলাইন সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে।  এ আয়োজনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরবেন।

শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় সেমিনার হবে।  সেমিনারটি দেখা যাবে (https://ufl.zoom.us/j/97512424062) এই লিংকে।

আলোচনায় অংশ নেবেন ড. গ্লেন মরিস জুনিয়র, ড. ফেরদৌস কাদরি, ড. মাইকেল লজার্ডো, ডা. কার্তিক চেরাবুড্ডি, ড. মাহমুদা ইয়াসমিন, ড. জন লেডনিকি,  ড. মুস্তাফিজুর রহমান ও ড. এরিক নেলসন।

 

হাসান/সাইফ