জাতীয়

লিবিয়ায় গুলিতে হতাহতদের পরিচয় প্রকাশ করলো দূতাবাস

লিবিয়ায় গুলিতে নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করেছে দেশটির রাজধানী ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (২৯ মে) রাতে দূতাবাস ১২ জন আহত এবং ২৩ জন নিহতের নাম-পরিচয় প্রকাশ করে।  আর নিহত অবশিষ্ট ৩ জনের বিষয়ে বলা হয়েছে, দূতাবাসের পক্ষ থেকে অধিকতর নিশ্চিত হয়ে পরিচয় প্রকাশ করা হবে।

যদিও এর আগে লিবিয়ায় বাংলাদেশ কমিউনিটি থেকে ২৪ জনের পরিচয় প্রকাশ করা হয়।

এদিকে ২৬ বাংলাদেশিকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত করে লিবিয়া সরকারের কাছে দোষীদের বিচার ও শাস্তি দাবি করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৮ মে) লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিকে লিবিয়ান মিলিশিয়া বাহিনী গুলি করে হত্যা করে।

** লিবিয়ায় গুলিতে নিহত ২৪ বাংলাদেশির পরিচয় মিলেছে ঢাকা/হাসান/জেডআর