জাতীয়

৬৬ দিন পর খুলেছে সচিবালয়, ফের কর্মচাঞ্চল্য

টানা ৬৬ দিন পর খুলেছে সরকারি-বেসরকারি অফিস। দীর্ঘ ছুটির পর ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে সচিবালয়।

রোববার (৩১ মে) অফিস শুরু করেছেন সচিবালয়ের বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার সকাল থেকে থেকেই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে আসতে থাকেন। তারা আগের মতোই স্টাফ বাসে করে আসেন। সচিবালয়ের গেটে সবার শরীরের তাপমাত্রা মাপা হয়।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে মাস্ক পড়তে দেখা গেছে। অনেকে হাতে গ্লাভস পরে এসেছেন। তারা অফিসে সহকর্মীদের সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখছেন।

সচিবালয়ে দর্শনার্থী পাস দেওয়া আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা। সবগুলো ভবনের মেঝেতে জীবাণুনাশক ছিটানো হয়েছে। সব ফ্লোরে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। বসানো হয়েছে জীবাণুনাশক টানেল।

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক রয়েছে।

মুজিবুর রহমান নামে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সরকারের নির্দেশনা মেনে অফিস করতে এসেছি। তবে খুব ভয়ে আছি আমরা। করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে গেল।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘অফিস বন্ধ থাকার সময় ঘরের বাইরে যাইনি। অফিস খোলায় এখন আবার বাইরে বের হতে হচ্ছে। চাকরি করতে হলে তো অফিসে আসতেই হবে। সচেতন আছি, তার পরেও ভয় পাচ্ছি, কারণ অনেক মানুষের সংস্পর্শে আসতে হবে।’

অফিস খোলার প্রথম দিনে শিক্ষামন্ত্রী, তথ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রীসহ অধিকাংশ মন্ত্রী অফিস করেছেন বলে জানা গেছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে সাত দফায় ছুটি বাড়ানো হয়। ঢাকা/আসাদ/রফিক