জাতীয়

পরিবহনের ভাড়া কমাতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরিবহনের ভাড়া না কমালে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক স্বাধীন পরিষদ (ডিএফসি) নামের একটি সংগঠন।

রোববার (৩১ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে দুর্নীতির অন্যতম বড় খাত পরিবহন। পরিবহন সংশ্লিষ্টদের কাছে ১৮ কোটি জনগণ জিম্মি হয়ে আছে। কারণে-অকারণে কেবল পরিবহন ভাড়া বাড়তেই থাকে। একবার বাড়লে আর কমার কোনো নজির নাই। বারবার পরিবহন ভাড়া বাড়লেও পরিবহন শ্রমিকদের বেতন-ভাতা বাড়তে দেখা যায়নি।

সংগঠনটির দাবি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি সরকার জনবিরোধী সিদ্ধান্ত বাতিল না করে এবং ন্যায্য ভাড়া নির্ধারণ না করে তবে জনগণের পক্ষে প্রতিবাদে নামবে ডিএফসি। ঢাকা/ইয়ামিন/রফিক