জাতীয়

১২ বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২৭০০ ব্রিটিশ নাগরিক

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এ পর্যন্ত বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন ২৭০০ ব্রিটিশ নাগরিক। করোনার কারণে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় বিশেষ চার্টার্ড (ভাড়ায় চালিত) ফ্লাইটে তারা দেশে ফেরেন।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন এ তথ্য জানিয়েছেন।

এ জন্য তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, দেশটির হাইকমিশন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশকে (সিএএবি) ধন্যবাদ জানান।

দূতাবাসের দেওয়া তথ্য মতে, এরমধ্যে বাংলাদেশে দায়িত্বপালনরত দেশটির কূটনীতিক, শিক্ষার্থী, বাংলাদেিশ বংশোদ্ভুব ব্রিটিশ নাগরিক রয়েছে।

ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরানোর প্রথম ফ্লাইট ছিল গত ২১ এপ্রিল। প্রথম ফ্লাইটে দেশটির ২৬৯ জন ঢাকা ছাড়েন। ২৩ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৭৭ জন, ২৫ এপ্রিল তৃতীয় বিশেষ ফ্লাইটে ১৭১, ২৬ এপ্রিল চতুর্থ ফ্লাইটে ১৬৮, ৩০ এপ্রিল পঞ্চম ফ্লাইটে ২১০, ১ মে ২১৫, ৩ মে ২১৩, ৫ মে ২৩৬, ৭ মে ২৩৩ এবং সর্বশেষ গত ১০ মে ১৫৪ ব্রিটিশ নাগরিক ঢাকা ছাড়েন। এছাড়া ২০, ২৬ এবং সর্বশেষ ৩১ মে আরও ৩টি বিশেষ ফ্লাইটে ব্রিটিশ নাগরিকরা ঢাকা ছাড়েন। ঢাকা/হাসান/এসএম