জাতীয়

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: অভিযুক্ত ড্রোন হামলায় নিহত

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় অভিযুক্ত ওয়ার্ল্ডার হাফতারের মিলিটারি খালেদ আল-মিশাই ড্রোন হামলায় নিহত হয়েছেন।

বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

লিবিয়ার সংবাদমাধ্যম অবজারভারের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার ঘড়িয়ানের দক্ষিণে লিবিয়ার বিমান বাহিনীর একটি ড্রোন হামলায় খালেদ আল-মিশাই নিহত হয়েছেন। মিশাই মিজদাহ শহরে ২৬ জন বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে হত্যার জন্য দায়ী বলে অভিযোগ রয়েছে।

গত বৃহস্পতিবার (২৮ মে) লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ১৫ দিন আগে লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলিতে নেওয়া হচ্ছিল ৩৮ বাংলাদেশিকে। পথেই তাদের জিম্মি করে সন্ত্রাসীরা।  এর মধ্যে ২৬ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

 

হাসান/সাইফ