জাতীয়

২৩ যুগ্মস‌চি‌বকে অনলাইনে যোগদানের নির্দেশনা

প্রশাসন ক‌্যাডা‌রের ১২৩ উপস‌চিব‌কে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্বশরীরে উপস্থিত না হয়ে অনলাইনে যোগদানপত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থে‌কে এ নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

এতে বলা হয়, যুগ্মসচিব পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দেওয়ার প্রয়োজন নেই। যোগদানপত্রটি ই-মেইলের মাধ্যমে secretary@mopa.gov.bd অথবা sa1@mopa.gov.bd-তে পাঠানোর অনুরোধ করা হলো।

শুক্রবার (৫ জুন) প্রশাসন ক‌্যাডা‌রের ১২৩ উপস‌চিব‌কে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেয় সরকার। ত‌বে পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম-সচিবদের এখনই পদায়ন করা হয়নি। নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নঈমুদ্দীন/এসএম