জাতীয়

পদোন্নতিপ্রাপ্ত ৬ ডিসিকে আগের কর্মস্থলে পদায়ন

যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত দেশের ছয় জেলা প্রশাসককে (ডিসি) আগের কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তারা নিজ নিজ কর্মস্থলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবেই (ডিসি) দায়িত্ব পালন করবেন।

ছয় ডিসি হলেন- মাদারীপুরের ডিসি মো. ওয়াহিদুল ইসলাম, বগুড়ার ডিসি ফয়েজ আহাম্মদ, ঢাকার ডিসি আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খান, নোয়াখালীর ডিসি তন্ময় দাস, যশোরের ডিসি মোহাম্মদ শফিউল আরিফ ও রাজশাহীর ডিসি মো. হামিদুল হক।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (০৭ জুন) তাদের উপসচিব হিসাবে দায়িত্ব পালন করা স্থানে পদায়ন করা হয়।

শুক্রবার (০৫ জুন) প্রশাসনের ১২৩ উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়। তাদের মধ্যে ছয় জেলা প্রশাসকও রয়েছেন। ** যুগ্ম-সচিব পদে ১২৩ উপ‌স‌চিবের পদোন্নতি রাইজিংবিডি/নঈমু্দ্দীন/জেডআর