জাতীয়

বুকের দুধ খাওয়ানো থেকে বিরত না থাকার আহ্বান

করোনা আক্রান্ত মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ানো বন্ধ না করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৭ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

খাবারের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে নাসিমা সুলতানা বলেন, রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য তালিকায় ভিটামিন সি, প্রোটিন, জিংক সমৃদ্ধ খাবার রাখুন। তরল খাবার, পানি বেশি বেশি পান করুন। যারা আক্রান্ত হয়েছেন মনোবল দৃঢ় রাখবেন। প্রত্যেকে মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। কারণ, আমরা একটা সংকট সময় কাটাচ্ছি। কাজেই আমরা সবাই মানসিকভাবে উজ্জীবিত থাকবো। মনোবল দৃঢ় রাখবো, পরিবারের সবার খেয়াল রাখবো।

গর্ভবতী মা এবং শিশুদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখার আহ্বান জানান নাসিমা সুলতানা। তিনি বলেন, গর্ভকালীন মায়ের পুষ্টি নিশ্চিত করতে হবে। গর্ভবতী মাকেও এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, যারা শিশুদের দুধ দিয়ে থাকেন, তারা আক্রান্ত হলেও দুধ পান করানো থেকে বিরত থাকবেন না।

এদিকে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮৮ জনে। এ সময়ে নতুন করে আরও ২ হাজার ৭৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫ হাজার ৭৬৯ জনে। মামুন/এসএম