জাতীয়

‘চিকিৎসকদের থাকা-খাওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ ঠিক নয়’

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের থাকা-খাওয়ার  বিল নিয়ে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমি খোঁজ নিয়েছি। কাল রাতে দেখেছি। সেখানে যে অনিয়মের কথা বলা হয়েছে, তা ঠিক নয়।’  মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনার সময় মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে, জাতীয় পার্টির সদদ্য পীর ফজলুর রহমান বলেন, ‘‘ডাক্তারদের খাবার বিল নিয়ে প্রধানমন্ত্রী সংসদে কথা বলেছেন। তিনি বলেছেন, এক মাসে ২০ কোটি টাকা খাবারের বিল, এটি অস্বাভাবিকই মনে হচ্ছে। এটি আমরা পরীক্ষা করে দেখছি। এত অস্বাভাবিক কেন হবে? যদি কোনও অনিয়ম হয়, অবশ্যই ব্যবস্থা নেবো।’ করোনাকালে এসে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার  এই রুগ্‌ণ অবস্থ।  মানুষ বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি মীনা কার্টুনে পরিণত হয়েছে।’’

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি দেখেছি, ৫০টি হোটেল ভাড়া হয়েছে। সেখানে তিন হাজার ৭’শ মানুষ একমাস থেকেছেন। প্রত্যেকটি রুমের ভাড়া ১১০০ টাকা। খাওয়ার খরচ যেটা বলা হয়েছে, তা টোট্যালি রং। সেখানে দিনের তিনটি মিলের জন্য খরচ ৫০০ টাকা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের একটি টেস্ট ল্যাব ছিল। দেড় মাসে ৬৮ ল্যাব করেছি।   আমাদের ১৪ হাজার বেড আছে, রোগী আছে ৪ হাজার।’ মানুষ সচেতন হয়ে মাস্ক পরলে সংক্রমণ কমে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

 

ঢাকা/ আসাদ/এনই