জাতীয়

সিলেটের বন্যার্তদের জন্য ১০০ মে.টন চাল, ১০ লাখ টাকা বরাদ্দ

সিলেট জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বিশেষ বরাদ্দ হিসাবে দেওয়া হয়েছে।

সম্প্রতি আকস্মিক বন্যায় সিলেটের সদর উপজেলার জালালাবাদ, মোগলগাঁও, হাটখোলা এবং কান্দিগাঁও ইউনিয়ন সম্পূর্ণ প্লাবিত হয়েছে। এছাড়া খাদিমনগর, টুকেরবাজার, খাদিমপাড়া, টুলটিকর ইউনিয়নগুলোর আংশিক প্লাবিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৮ জুন (রোববার) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বন্যাদুর্গতদের সহায়তার জন্য বিশেষ বরাদ্দ চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে একটি পত্র পাঠান।  যার পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ জুন) এ বরাদ্দ দেওয়া হয়েছে।

শিগগিরই সিলেটের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ চাল ও অর্থ বিতরণ করা হবে।

 

ঢাকা/হাসান/জেডআর