জাতীয়

বাংলাদেশে গড় আয়ু ভারত-পাকিস্তানের চেয়ে বেশি

বাংলাদেশের মানুষদের গড় আয়ু এখন ৭২ দশমিক ৬ বছর, যা ভারত ও পাকিস্তানের মানুষের চেয়ে বেশি। পাকিস্তানিদের গড় আয়ু ৬৭ বছর এবং ভারতীয়দের ৬৯ বছর।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এই প্রতিবেদন ২০১৯ সালের হিসাব অনুযায়ী করা হয়েছে।

দক্ষিণ এশিয়ায় গড় আয়ু বেশি শ্রীলঙ্কায়, ৭৫ বছর। এ অঞ্চলে গড় আয়ু সবচেয়ে কম আফগানিস্তানে ৬৪ বছর। ভুটান ও নেপালে গড় আয়ু ৭১ বছর।

বাংলাদেশে প্রতি হাজারে গড় জন্মহার ১৮ দশমিক ১ শতাংশ। দক্ষিণ এশিয়ায় গড় জন্মহার বেশি আফগানিস্তানে, ৩৩ শতাংশ। ভুটানে গড় জন্মহার ১৮,  ভারতের ১৯, নেপালে ১৯, পাস্তিানে ২৮। জন্মহার সব থেকে কম শ্রীলঙ্কায়, ১৫ শতাংশ।

প্রতিবছর বিবিএস ভাইটাল স্ট্যাটিসটিকস প্রকাশ করে থাকে। ঢাকা/হাসিবুল/রফিক