জাতীয়

পূর্ব রাজাবাজারের লকডাউন শেষ হচ্ছে রাতে

রাজধানীর পূর্বরাজাবাজার এলাকায় ২১ দিনের লকডাউন মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টার পর শেষ হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান।

তিনি জানান, লকডাউন থাকায় এলাকার সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে।  সংক্রমণও অনেকাংশে কমেছে।  এ বিষয়ে রাত ১০টার পর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত ৯ জুন রাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজারকে রেড জোন ঘোষণা করে পরীক্ষামূলকভাবে ১৪ দিনের লকডাউন শুরু হয়।  লকডাউন চলার মধ্যে ২৩ জুন তা আরও সাত দিন বাড়ানোর ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

লকডাউন শুরুর পর স্থানীয় নাজনীন স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত নমুনা সংগ্রহ বুথে মঙ্গলবার (২৯ জুন) পর্যন্ত মোট ৩০৭ জন নমুনা দেন। এর মধ্যে ২৭ জুন (রোববার) পর্যন্ত দেওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে ৫৫ জন সংক্রমিত হওয়ার তথ্য মিলেছে।

নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, ২৬ জুন ১০ জন এবং ২৭ জুন ৮ জন নমুনা দিয়েছিলেন।  এর মধ্যে ২৬ জুন দুই জন এবং ২৭ জুন একজনের করোনা শনাক্ত হয়েছে।  আগে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের শারীরিক অবস্থাও এখন ভালো।

 

ঢাকা/নূর/জেডআর