জাতীয়

ঢামেকে হাই-ফ্লো নাসাল ক্যানোলা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ব্যক্তিগত তহবিল থেকে দুটি হাই-ফ্লো নাসাল ক্যানোলা মেশিন দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।  করোনা রোগীসহ মুমূর্ষ রোগীকে অক্সিজেন  সরবরাহের কাজে এ মেশিন ব্যবহার করা হয়।

অস্ট্রেলিয়া থেকে আমাদানি করা এ চিকিৎসা সামগ্রী বুধবার (০১ জুলাই) দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।  পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছোটভাই মো. সাইফুল আলম এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।  এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পিএস মো. গোলাম মাওলা উপস্থিত ছিলেন।

শিগগিরই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ক্রয় করা আরও দু’টি হাই-ফ্লো নাসাল ক্যানোলা মেশিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেওয়া হবে।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য তিনটি ভেন্টিলেটর পুলিশ হাসপাতালে হস্তান্তর করেন। ঢাকা/হাসান/জেডআর