জাতীয়

২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি বুড়িগঙ্গায় নিখোঁজ ব্যক্তি

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সোমবার (০৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ওই ব্যক্তির নাম ইসরাফিল (২২) বলে আমরা জানতে পেরেছি। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  তাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার (০৫ জুলাই) ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, বেলা ১২টার দিকে মিরাজ-৬ নামের লঞ্চের ধাক্কায় ছয় আরোহীসহ বুড়িগঙ্গায় ছোট একটি নৌকা ডুবে যায়।  এর মধ্যে পাঁচ জন সাঁতার কেটে তীরে এলেও তখন থেকে নিখোঁজ রয়েছেন এক ব্যক্তি।

এর আগে গত ২৯ জুন বুড়িগঙ্গায় ময়ূর-২ নামে লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ ডুবে ৩৬ জনের মৃত্যু হয়।  তবে লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। ঢাকা/নূর/জেডআর