জাতীয়

সস্ত্রীক করোনা জয় করলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত

সস্ত্রীক করোনা জয় করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। সর্বশেষ গত ২৯ জুন নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।

মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রাম থেকে মুঠোফোনে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেন।

রানা দাশগুপ্ত বলেন, ‘গত ১৩ জুন আমার করোনা উপসর্গ দেখা দেয়। গত ১৫ জুন নমুনা পরীক্ষা করানো হয়। ১৭ জুন আমার স্ত্রীরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরদিন চট্টগ্রামের মেডিক্যাল সেন্টারে নিয়ে বিভিন্ন টেস্ট করানো হলো। এরমধ্যে খবর এলো প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমাদেরকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করছেন। তখন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল অক্সিজেনসহ একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের ঢাকায় পাঠান।’

তিনি জানান, ঢাকায় শিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ১৪ দিন পর জানানো হলো করোনা নেগেটিভ। তারপরেও তিন দিন অবজারভেশনে রাখা হলো। সর্বশেষ ২ জুলাই অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নিজ বাসায় ফেরানো হয়। চিকিৎসকের পরামর্শে স্ত্রীসহ তিনি বাসায় আইসোলশনে আছেন।  

 

ঢাকা/মেহেদী/ইভা